Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

গ্রামীন দরিদ্র জনগোষ্টির আর্থ সামাজিক উন্নয়নে সহযোগীতা প্রদান করা।

সমিতি দলগঠন (পুরুষ/মহিলা) ও ঋণ গ্রহনে পরামর্শ প্রদান।

সদস্যদের সঞ্চয় আমানত (সাধারন সঞ্চয়, মেয়াদী সঞ্চয় এবং সোনলী সঞ্চয়) জমার মাধ্যমে নিজস্ব পুজি গঠনে সহযোগীতা প্রদান।

ক্ষুদ্র বিনিয়োগ করারীদের ঋন গ্রহনে পরামর্শ প্রদান এবং সহজ শর্তে স্বল্প সময়ে ঋন প্রাপ্তিতে সহায়তা করা।

সমিতির সদস্যদের সহজ শর্তে আয় মুলক কর্মকান্ডে ঋন প্রদান করা।

সদস্যদের বিভিন্ন আয়মুলক কর্মকান্ডে প্রশিক্ষন প্রদান করা।

মহিলা সদস্যদের নেতৃত্ব বিকাশ প্রশিক্ষন প্রদান করে সমাজের বিভিন্ন স্তরে নেতৃত্ব প্রদানের উপযোগী করে গড়ে তোলা।

নারীর ক্ষমতায়ন এবং নারী নেতৃত্ব বিকাশে সচেতনা বৃদ্ধি নারী নির্যাতন রোধ এবং যৌতুক  প্রথা নির্মূলে সচেতন করা।

সমিতির সদস্যদের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সেবা পেতে সহায়তা করা।

বৃক্ষ রোপন ও সামাজিক বনায়নে উৎসহিত করা এবং সহযোগীতা প্রদান।

হস্ত ও কুটির শিল্প এবং সৃজনশীল কাজে সদস্যদের সহযোগীতা করা।

দেশের অর্থনৈতিক উন্নয়নে দারিদ্রজন গোষ্ঠিকে সম্পৃত্ত করা।

সেনিটেশন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও পরামর্শ প্রদান।

উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে সেবা ও সহযোগিতা প্রদান করা হয়।

মাঠ পর্যায়ে কর্মরত সকল মাঠ কর্মকর্তা/মাঠ সংগঠকগন গ্রামীন পর্যায়ে সমিতি গঠনের মাধ্যমে জনগনকে সেবা প্রদান করে থাকেন।

 

উপজেলা পর্যায়ে কর্মরত যে কোন ব্যাক্তিকে সেবা সংক্রান্ত তথ্য প্রদানে অফিস প্রতি শ্রুতিবদ্ধ।